Header Image

শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই-বীর মুক্তিযোদ্ধা বাবুল

 

স্টাফ রিপোর্টার:

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন,সুস্থ দেহে সুস্থ মন।শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে।

শিক্ষার্থীরা যেন আগামী দিনের সফল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

বাবুল তিনি আরো বলেন,শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ করে গড়ে তুলতে হলে খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই। শিক্ষকদেরকে আরোও মনোযোগী হতে হবে।
এজন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে শিক্ষার্থীদের সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।আমাদের সন্তানরা অনেক মেধাবী। তাদের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ। খেলাধুলার প্রতি মনোযোগী হলে তাদের কোন সমস্যা থাকবে না। ভালো ফলাফল করতে হলে আমাদের  শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে।

সোমবার (২০মার্চ)ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলা ঐতিহ্যবাহী মন্ডলবাড়ী উচ্চ বিদ্যালয়  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা জাপার যুগ্ম আহবায়ক ও উপজেলা জাপার জ্যেষ্ঠ নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মহফিজুর রহমান বাবুল বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ডল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন এবং শুভউদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলার মন্ডল বাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা খাতুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইমুনেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ পারভেজ, দাপুনিয়া চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নাজমুল হোসাইন, সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন,আবু তাহের শাহজাহান,আলমগীর উপজেলা ছাত্রসমাজের সহ-সভাপতি প্রকৌশলী সাদবিন রহমান আকাশ প্রমুখ। ২৭ টি ইভেন খেলা পরিচালনা করেন এএসএম আসাদুজ্জামান।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!