ষ্টাফ রিপোর্টারঃ
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে তারাকান্দা উপজেলা।
‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই স্লোগানকে সামনে রেখে ২২ মার্চ ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সংবাদ সম্মেলন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ র্যালি করেছে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন।
তারাকান্দা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে এমন আনন্দে উল্ল্যাসে ভাসছে তারাকান্দার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে
আনন্দ র্যালি করেছে উপজেলা প্রশাসন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।
ইউএনও মিজাবে রহমত বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তারাকান্দা উপজেলায় প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ৪০ টি ও তৃতীয় পর্যায়ে ৪০টি গৃহ ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মধ্যে চতুর্থ পর্যায়ের আরও ২১টি গৃহ হস্তান্তর করবেন। এর মাধ্যমে তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মিজাবে রহমত।
তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ র্যালি করা হয়েছে ২১ মার্চ। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণ করে বক্তারা সকলেই সমগ্র দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনা মূল্যে জমি ও ঘর দেয়ার মতো বিশ্ব ইতিহাসের নজিরবিহীন মানবতা মূলক প্রকল্প বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।