Header Image

বাংলাদেশকে স্মার্ট বানাতে হলে সুশিক্ষিত ও সুনাগরিক হতে হবে বললেন মেয়র টিটু

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

মঙ্গলবার ২২ মার্চ বিকাল ৩ টায় জনসন রোড,স্টার কাবাব ৪র্থ তলা ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কতৃক আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ত ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শোয়াইব-উল-ইসলাম তরফদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্বে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আবু ইমাম গাজ্জালী, অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান আদি। এছাড়া অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!