আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ি মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।
স্থানীয় সূত্রে শনিবার ২৫ মার্চ মোটর সাইকেল যোগে মাস্টার বাড়ি থেকে ভালুকা আসার পথে রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে স্ব জোরে ধাক্কা লাগলে ঘটনা স্থলে নিহত হন সুজন।
নিহত সুজন( ৩২) পাগলা থানার পাইথল গ্রামের হাবিব মিয়ার ছেলে।
অপরদিকে আহত মনিরুল ইসলাম (২২) ভালুকা উপজেলার ভাটগাও গ্রামের মো. আজিজুলের ছেলে। আহত মনিরুলকে গুরুতর অবস্থায় প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি বৃটিশ টোবাকো কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।