আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলা আ’লীগ,বিএনপিসহ নানা শ্রেনী পেশার মানুষ।
পরে ভালুকা সরকারী কলেজ মাঠে বেলুন ও পায়ড়া উড়িয়ে মহান স্বাধিনতা ও জাতীয় দিবসের দিনব্যাপী কর্মসুচীর উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া খাতুন,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন,ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পি পি এম, ভালুকা জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সোহেল রহমান,ভালুকা ডিগ্রি কলেজ ছাত্র লীগের সভাপতি সৃজন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।