Header Image

ময়মনসিংহ কোতোয়ালী থানা পরিদর্শন ও মটর সাইকেল সেড এবং বুক কর্ণার এর উদ্বোধন

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেন ও মটর সাইকেল সেড এবং বুক কর্ণার এর উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। ২৮ মার্চ মঙ্গলবার কোতোয়ালী মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর) শাহিনুর ইসলাম ফকির।

পরিদর্শনকালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করে। জানা যায় পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।

এছাড়াও সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ দেন। পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ সময় পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহতসহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের নির্দেশ দেন তিনি। তাছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান, কোতোয়ালী মডেল থানার (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) ওয়াজেদ আলী, ২নং ফাঁড়ী ইনচার্জ সুমন রায়,৩নং ফাঁড়ী ইনচার্জ সামদানি,১নং ফাড়ি ইনচার্জ আনোয়ার হোসেনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!