Header Image

ঈশ্বরগঞ্জ হাসপাতা‌লে ফ‌্যান প‌ড়ে রোগী আহত

জাহাঈীর আলম.

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান খুলে পড়ে সাহেদা খাতুন নামের এক মহিলা রোগী আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পুরাতন বিল্ডিং এর দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাহদো খাতুন মঙ্গলবার সকাল ১১টার দিকে টাইফয়েড জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। প্রচন্ড জ্বরে রাতে খাবার ও ওষুধ খেয়ে হাসপাতালের বিছানায় শোয়ার পর একটু গরম অনুভুত হওয়ায় পাশে থাকা স্বামীকে ফ্যান ছাড়তে বলেন। স্বামী ফ্যানের সুইচ দিতেই ফ্যানটি আচড়ে পড়ে রোগীর ডান পায়ের উপর পড়ে গিয়ে ব্যথায় পা ফুলে যায়। এসময় ফ্যান পড়ার বিকট শব্দ হলে পাশে থাকা অন্যান্য রোগীরা দৌড়া দৌড়ি শুরু করেন।

রোগি সাহেদা খাতুনের স্বামী সাহেদ আলী জানান, অসুখ বালা করনের লাইগগা রোগীরে হাসপাতালে ভর্তি করাইলাম, অহন ফেন পইড়া পাউডাত আবার দুক্ষু পাইছে, ফুইল্লাও গেছে। কি আর করন কপালে আছিন।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিব জানান, ফ্যান পড়ে গিয়ে ব্যথা পাওয়া রোগীকে দেখেছি। ডান পায়ে ব্যথা পেয়েছে। এটি একটি দূর্ঘটনা। হাসপাতাল কতৃপক্ষের পক্ষ থেকে সমবেদনা জানাই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী জানান, ফ্যান খুলে পড়ার বিষয়টি শুনার পরে (২৯ মার্চ) বুধবার সকালে ইলেকট্রিশিয়ান দিয়ে অন্যান্য ফ্যান গুলো মেরামত করা হয়েছে। ফ্যানগুলো অনেক পুরাতন এজন্য এমন দুর্ঘটনা ঘটেছে। আশা করছি এমন আর হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!