Header Image

গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সাথে তারাকান্দা ও কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাক্ষাৎ 

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী লীগের তারাকান্দা উপজেলার ৮ নং কামারিয়া ইউনিয়নের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রবি সাহেবের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ  গৃহায়ন ও প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদের সাথে তার বাসভবনে সৌজন্য সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

এ সময় নবাগত কমিটির নেতৃবৃন্দ কে  প্রতিমন্ত্রী মহোদয় ফুল দিয়ে বরণ করে নেন। প্রতিমন্ত্রীর বাসভবনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ সবাইকে মিলেমিশে নেতৃত্ব দেয়ার জন্য আহবান করেন। কমিটির আহ্বায়ক ডাক্তার মোঃ রফিকুল ইসলাম রবি বলেন স্মার্ট বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য আমরা যথাসাধ্য কাজ করব‌ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

এ সময় কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীফ আহমেদকে পুনরায় এমপি নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন আমি দেশের উন্নয়নে কাজ করব। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের অনেক উন্নয়ন সাধিত হচ্ছে এ সময় তিনি দেশ ও জাতির শত্রুদের সম্পর্কে সজাগ থাকতে সকলকে পরামর্শ দেন। পরবর্তীতে একটি আনন্দ শুভযাত্রা তারাকান্দা বাজারে আসে।

এখানে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রুনু ঠাকুর ভাইস চেয়ারম্যান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম নয়ন নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!