মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন এর উদ্যোগে অসহায় দরিদ্র খেটে খাওয়া ও পথচারী এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ।
০২ এপ্রিল রবিবার বিকেলে নগরীর নতুন বাজার (ট্রাফিক মোড় সংলগ্ন) এলাকায় প্রায় চার শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বন্ধন সংগঠন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম এর সভাপতিত্বে ইফতার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন বন্ধন সংগঠনের সহ সভাপতি মোঃ সায়েম সরকার, মোঃ শফি কামাল, সাধারণ সম্পাদক রিয়াদ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী পারভেজ রানা,প্রচার ও দপ্তর সম্পাদক নাসির হোসাইন, ক্রীড়া সম্পাদক মিলন মিয়া, তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক আনিস বিপ্লব,সদস্য আনোয়ার হোসাইন, মিলন আহমেদ,ইশরাত জাহান লোপা, জিয়ারুল হক, মিন্টু মিয়া,
সাংবাদিক মোঃ মফিদুল ইসলাম লাভলু, ইফতেখারুল জনি সহ প্রমূখ।
উল্লেখ্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন,পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে আসছে ।