
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
আসন্ন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা
সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরীর এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ২য় তলায় হলরুমে বীর মুক্তিযোদ্ধাগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলাপ আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে জেলা কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব, ডেপুটি জেলা কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিক-উজ-জামান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর নির্বাচনী প্যানেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার ৩ এপ্রিল সকাল ১১ টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের (সাবেক) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব। বক্তব্য রাখেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক-উজ-জামান, সাবেক যুবলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড.আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল ওয়াদুদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমূখ।
জানাগেছে ২০১৭ ইং সালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে দীর্ঘ ৬ বছর পর আগামী ২০ মে ২০২৩ ইং বহুল প্রতীক্ষিত নির্বাচন এর দিন ধার্য করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যরা সরাসরি বীর মুক্তিযোদ্ধাগণের ভোটে নির্বাচিত হবেন।
এই কমিটি আগামী তিন বছর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন,বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পোষ্যগণের অধিকার আদায় ও তাদের সার্বিক কল্যাণে কাজ করবে। বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটির দায়িত্বে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্বরত রয়েছেন।
