মোঃ আসাদুল ইসলাম মিন্টু:
ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা ইউনিয়নের চৌপাগাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদের পুনঃ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত সফল মেয়র আলহাজ্ব এ.বি.এম আনিছুজ্জামান।
আমেরিকা প্রবাসী নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও আবুল কালাম মন্ডলের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত পৌর প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মনিরুজ্জামান, ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোর্শেদুল আলম মামুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন,যুবলীগ নেতা তরিকুল ইসলাম আমিরসহ স্থানীয় সমাজ সেবক আতাউর রহমান প্রমুখ।
পরে আমেরিকা প্রবাসী নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় তিনহাজার মুসল্লীদের ইফতারের আয়োজন করা হয়।