মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
পবিত্র মাহে রমজানের উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে ময়মনসিংহ জেলা যুবলীগ।
রবিবার ৯ এপ্রিল বিকেলে নগরীর টাউন হল মোড়ে তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা যুবলীগের আয়োজনে পবিত্র মাহে রমজান মাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম।
ময়মনসিংহ জেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর সভাপতিত্বে খাদ্য বিতরণ কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান রোমান, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা এ খাদ্য সামগ্রী বিতরণ করছি।
প্রায় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।