Header Image

অপরাধ নির্মুলে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা করেন কোতোয়ালী থানা পুলিশ 

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরনে এবং চুরি, ছিনতাই রোধ করার লক্ষ্যে সিএনজি, অটোরিকশা চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা।

জানা গেছে,সোমবার ১০ এপ্রিল ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ।

মতবিনিময় কালে সদর সার্কেল ও ওসি অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের সার্বিক নিরাপত্তা জোড়দার করার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।এ সময় ওসি শাহ্ কামাল আকন্দ অটোচালক এবং মালিকদের উদ্দেশ্যে বলেন, অটো ছিনতাই, চুরি রোধকল্পে যাত্রীদের দেওয়া কোন কিছু না খাওয়া, সন্ধ্যার পরে রিজার্ভ না যাওয়া, স্টেশন থেকে যাত্রী নিয়ে রওনা হওয়ার প্রাক্কালে যাত্রীদের ছবি উঠিয়ে রাখা, নির্ধারিত গন্তব্যস্থলের পর কোন নির্জন রাস্তায় আর না যাওয়া, একই বয়সের বখাটে/মাদকাসক্ত সঙ্গবদ্ধ চক্রের সন্ধান পাওয়া মাত্রই প্রশাসনকে জানানো এবং যাত্রীদের গতিবিধি সন্দেহ হলে তাৎক্ষণিক ৯৯৯ কিংবা থানা পুলিশকে অবহিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!