কুড়িগ্রামের রাজারহাটে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে আজ শুক্রবার সকাল দশটায় এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্ক স্থানে এসে শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সোহেল রানা,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম,
মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, সদস্য জেলা পরিষদ কুড়িগ্রাম মোঃ এনামুল হক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহানুর আলম সোহেল,চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,ছাত্রনেতা মোঃ রিয়াজুর ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে বর্ষবরণ কর্মসূচি শেষ হয়।