Header Image

উদ্বোধনের অপেক্ষায় রাজারহাট মডেল মসজিদ

কুড়িগ্রামঃ
হস্তান্তরের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইমাম,মুয়াজ্জিন ও খাদেমের নিয়োগ পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের পালা। ১৭এপ্রিল উদ্বোধন করা হবে রাজারহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র । এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে এগারো কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়,উপজেলা পরিষদ চত্ত্বরে ৪৩শতাংস জমির উপর দৃষ্টি নন্দন তিনতলা মসজিদটির আয়তন ১হাজার ৬শ ৮০দশমিক ১৪বর্গমিটার। আধুনিক সুযোগ সুবিধা সংবলিত মসজিদটিতে নামাজের পাশাপাশি একটি ইসলামি লাইব্রেরি ও বই বিক্রয় কেন্দ্র,ইসলামি গবেষনা কেন্দ্র,ইমাম প্রশিক্ষণ কেন্দ্র,নারী পুরুষের পৃথক অজু খানা,হেফজখানা,হজ নিবন্ধন ও প্রশিক্ষণ কেন্দ্র,অর্টিজম কর্ণার,মরদেহ গোসলখানা,শিশু ও গণশিক্ষা কেন্দ্র,
ইমাম মুয়াজ্জিনদের আবাসন,কর্মকর্তা-
কর্মচারীদের অফিস,দেশি-বিদেশি পর্যটকদের অতিথিশালা এবং গাড়ি পার্কিংসহ ১৪ধরনের সুবিধা থাকবে। ইসলামি মূল্যবোধ সৃষ্টিতে অবদান ও পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে মডেল মসজিদ। নির্মাণকারী প্রতিষ্ঠান স্বাধীন কনষ্ট্রাকশন এন্ড বাবর এসোসিয়েটস জেভির ম্যানেজার মনির হোসেন জানান,আমাদের হস্তান্তরের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা গণপূর্ত বিভাগকে এবং গণপূর্ত বিভাগ ইসলামি ফাউন্ডেশন ও মডেল মসজিদের দায়িত্বপ্রাপ্তদের কাছে মসজিদের চাবি হস্তান্তর করবেন।
অন্যদিকে ১৫এপ্রিল শনিবার মডেল মসজিদের নতুন একজন পেশ ইমাম,একজন মুয়াজ্জিন ও ২জন খাদেম পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১জন পেশ ইমাম পদে ২৮জন,১জন মুয়াজ্জিন পদে ১৫জন এবং ২জন খাদেম পদে ৫জন প্রার্থী এতে অংশ গ্রহন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জোবাইদুল ইসলাম বলেন,৪র্থ পর্যায়ে ১৭এপ্রিল রাজারহাট সহ ৫০টি মডেল মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন এবং স্থানীয় কুড়িগ্রাম-০২ আসনের সংসদ সদস্য রাজারহাট মডেল মসজিদের মুড়াল উম্মোচন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!