
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহের সদর উপজেলার ৯ নং খাগডহর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু সাইদ বাদল ভিজিএফ চাল বিতরণকালে খাগডহর ইউনিয়নবাসী প্রতি তিনি বলেন আমি যতদিন দায়িত্বে আছি ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগান নিয়ে গরীব দুঃখী মানুষকে একটাও চাল কম দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার সম্পূর্ণই খাগডহর ইউনিয়ন এলাকবাসী কাছে পৌঁছে দিবো। ৯ নং খাগডহর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ বাদল এলাবাসীর প্রতি প্রতিশ্রুতি রেখে এসব কথা বলেন। শনিবার ১৫ এপ্রিল দুপুরে লেংড়া বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরয়ণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মিনারা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং খাগডহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ একরামুল হক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ ওয়ার্ড মেম্বারগণ।
