আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেট কার দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার চন্ডিপুর এলাকার সুরুজ মিঞার ছেলে শাহ জাহান (৩৮), নরসিংদী জেলার রায়পুরা থানাহাটি এলাকার বাবুল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৬), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বেপারীপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (২৯), এবং ময়মনসিংহের মুক্তাগাছা সোনাপুর এলাকার মৃত এছাক আলীর ছেলে আবু তালেব (৩০)।
এসময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র জব্দ করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, (১৬-০৪-২০২৩) তারিখ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহেরাবাড়ী এলাকা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে।
এই চক্রটি রাতের বেলায় প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে পরে যাত্রী দের জিম্মি করে সর্বস্ব লুট করে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেতো। তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।