
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
রমজান শেষে আসন্ন ঈদকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর দিকনির্দেশনায় গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
সোমবার ১৭ এপ্রিল ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ শতাধিক গ্রাম পুলিশদের মাঝে এ উপহার বিতরণ করেন। ঈদ উপহার হাতে পেয়ে গ্রাম পুলিশ সুনীল বলেন, আমি একজন হতদরিদ্র লোক আমার বাবা খুব অসুস্থ। আমার বাড়ি সিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামে আমার পরিবারের মধ্যে একমাত্র আমিই উপার্জন করি। এতে আমার পরিবারের লোকজন নিয়ে কোন রকমে দিনযাপন করছি। আমি অনেক খুশি হয়েছি। এমনকি বাড়িতে যাওয়ার পর আমার বাবা এ উপহার দেখলে আরোও খুশি হবে।ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকে আমাদের কদর ও মূল্যায়ন বাড়ছে।
কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর উদ্যোগে এই সামান্য উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য,অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তাছাড়া গ্রাম পুলিশ সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। এজন্যই পুলিশ সুপার এর নির্দেশনায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এ সময় আরোও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার (ওসি তদন্ত) ফারুক হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) ওয়াজেদ আলী সহ কোতোয়ালী মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।