Header Image

ময়মনসিংহে হেযবুত তওহীদ সদস্যদের বাড়িঘরে হামলা,লুটপাট এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজার সংলগ্নে হেযবুত তওহীদ সদস্যদের বাড়িঘরে হামলা,লুটপাট ও ধবংসযজ্ঞের প্রতিবাদে সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ। জেলা
কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মোঃ এনামুল হক বাপ্পা,রাজনৈতিক বিষয়ক সম্পাদক মোঃ রহমত উল্লাহ রানা,কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান, নান্দাইল উপজেলা সভাপতি হাবিবুর রহমান,ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি এ জেড এম নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মানিক সহ প্রমূখ।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন আগামী শুক্রবার আবারও আমাদের বাড়িঘরে হামলার আশঙ্খা করছি। তারা মিছিল মিটিং করে হামলা করার পরিকল্পনা করছে। আপানাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের পাঁচ দফাদাবী পেশ করছি। আমরা ২৫ তারিখে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি কিন্তু প্রশাসন বিষয়টি আমলে নেয়নি।

অতীতে এভাবেই বিভিন্ন জায়গায়
হামলা চালিয়েছে কথিপয় উগ্রবাদী গোষ্ঠি। দ্রুত হামলাকারীদের সবাইকে চিহ্নিত করে বিচাপরের আওতায় আনা হোক।মিথ্যা হ্যান্ডবিলের রচিয়তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক।লুটপাট করা মোটর সাইকেলও অন্যান্য মালামাল দ্রুত উদ্ধার করা হোক।

উচাখিলার নির্দোষ নিরপরাধ আইনমান্যকারী হেযবুত সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা
হোক।সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যারা হামলার উসকানী ও অপপ্রচারকারী চালিয়ে
যাচ্ছে তাদেরকে আইসিটি অ্যাক্টের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!