আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫, ময়মনসিংহ এর আওতাধীন শিল্পাঞ্চলে বর্তমানে বিভিন্ন ধরনের ২৬৫টি ফ্যাক্টরি রয়েছে। শিল্পক্ষেত্রে শ্রমবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি হওয়ায় দিন দিন শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-
৫, ময়মনসিংহ জোন বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল।
এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর পুলিশ সুপারসহ বিভিন্ন পদবীর অফিসার নিয়মিতভাবে ফ্যাক্টরির পরিদর্শনসহ ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং সভা এবং ফ্যাক্টরিগুলোকে বিভিন্ন বিটে ভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে ঈদ পূর্ববর্তী সময়ে বেতন-ভাতা, বোনাস পরিশোধ ও ছুটি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে রমজান মাসে বিভিন্ন শিল্প-কারখানার মালিক, মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একাধিকবার মত বিনিময় সভার আয়োজন করেন। ফলে ঈদের পূর্বে শ্রমিকেরা শতভাগ বেতন-বোনাস পেয়ে শ্রমিকগণ বিভিন্ন মেয়াদে খুশি মনে ঈদ উদযাপনের জন্য ছুটিতে গমন করেন।
ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ থাকা কালীন সময়ে যাতে কোন ফ্যাক্টরির অগ্নি দুর্ঘটনা সংগঠিত হয়ে সম্পদ ও জান মালের ক্ষয় ক্ষতি না হয় সে লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের সদস্যরা দিবা-রাত্রি ফ্যাক্টরিতে গিয়ে অগ্নি নির্বাপন প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষকে সতর্ক করছেন।
সরেজমিনে বিভিন্ন ফ্যাক্টরির সিসি ক্যামেরা মনিটরিংসহ ফ্যাক্টরিতে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের সাথে সমন্বয় করে যাতে ফ্যাক্টরিতে কোন ধরনের চুরি-ডাকাতি বা আইন-শৃঙ্খলা অবনতি জনিত ঘটনা ঘটতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারীসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের একাধিক টিম দিবা-রাত্রি পালাক্রমে দায়িত্বধীন এলাকায় নিয়োজিত থেকে কাজ করছেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার নিজেই নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি সার্বক্ষণিক তদারকি করছেন। ফলে ময়মনসিংহ শিল্প এলাকায় ঈদ পরবর্তী বন্ধ কালীন সময়ে ফ্যাক্টরি কেন্দ্রিক কোন ধরনের অগ্নি-দুর্ঘটনা, চুরি-ডাকাতি বা আইন-শৃঙ্খলা অবনতি জনিত ঘটনা ঘটেনি। যেটি শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কলকারখানার মালিক, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সহ এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ার নেতৃবৃন্দ ও শিল্পাঞ্চল এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ইউনিটের কার্যক্রম জনমনে স্বস্তি ও ভরসা সঞ্চার করেছে এবং ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশের ভাবমূর্তি তথা শিল্পাঞ্চল পুলিশ সহ বাংলাদেশ পুলিশের ইমেজ বৃদ্ধি পেয়েছে।
শনিবার ২৯ এপ্রিল একান্ত সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন শিল্পাঞ্চল পুলিশের এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে আমরা বদ্ধ পরিকর।