সাইফুল ইসলাম তরফদার :
দেশে সংস্কৃতির সংকট, সংস্কৃতি দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। মানুষ সুমানুষ হচ্ছে না, সুনাগরিক হচ্ছে না, মানবিক মানুষ হচ্ছে না। মানবিক মানুষ হতে কিছু প্রেকটিস আছে সেগুলো করতে হবে। তাহলে মানবিক মানুষ হবে। গ্রুপ ভিত্তিক বা সমিতি ছাড়া এগুলো সম্ভব নয়। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়।
‘ভ্রাতৃত্বের বন্ধন, অটুট থাকুক আজীবন’ স্লোগানের আলোকে ‘ফুলবাড়িয়া পরিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভিসি পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ এসব কথা বলেন।
শনিবার( ২৯ এপ্রিল)ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের পালকি কমিউনিটি সেন্টারে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি কানিজ আহমেদ রকেট। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সুপ্রিম ল কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল এডভোকেট মোঃ গোলাম মোস্তফা ও সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল কুদ্দুস।
বক্তব্যে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী সহকারী অধ্যাপক সরকার মনোয়ার কামাল,মো:কামাল হোসেন, মো: সেকান্দর আলী,সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,আসাদ আকন্দ,হাবিবুল বাশার হ্রদয়,শাকিল আহম্মেদ,সাখাওয়াত হোসেন মিরাজ প্রমুখ।সঞ্চালনায় করেন ‘ফুলবাড়িয়া পরিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ কোষাধ্যক্ষ মাসুকুর রহমান মাসুক।