মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে মহানগর ছাত্রলীগ। গত শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চরইশ্বরদিয়ার দিনমজুর কৃষক রফিক মিয়ার ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে মহানগর ছাত্রলীগ।
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি নেতৃত্বে প্রায় এক'শ জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেয় এবং ধান কেটে বাড়ি পৌঁছে দেয়। কৃষক রফিক মিয়া বলেন, আমি ২ বিঘা জমিতে ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার এ সমস্যার খবর পেয়ে ছাত্রলীগের ভাইয়েরা এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছে।
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি বলেন,দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। দরিদ্র কৃষকের ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো মৌসুমে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসীর আলম রাহাত, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম,যুগ্ম আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ,মজিদুল রহমান আকাশসহ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীগণ।