Header Image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

গত ৩০ এপ্রিল কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেসবুকে কয়েকটি আইডি থেকে ভালুকায় বিয়েতে রাজি না হওয়ায় নারীকে মারধরের অভিযোগ শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়।

প্রকৃত সত্য হলো পুরুরা নারাঙ্গি পাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে এবং নাছিমার ভাগনি সুমাইয়ার সাথে একই মহল্লার আবু সাইদের ছেলে সাকিবুল হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

২৩-৪-২৩ ইং নাছিমার ছেলে ১।সাগর ও ২।ভাই পুত্র হিমেল পিতা: জালাল উদ্দিন ৩।বাবু উরফে নাজিম পিতা :আসাদুল ৪।নাছিমা গংরা মিলে সাকিবুল হাসানের পিতা আবু সাঈদকে মারধর করে আহত করে। পরবর্তীতে ভালুকা উপজেলা কমপ্লেক্স থেকে চিকিৎসা ছাড়পত্র নিয়ে ভালুকা মডেল থানায় আবু সাঈদের ভাই মিজানুর রহমান বাদী হয়ে নাছিমা গংদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে নাছিমাগংরা এসে বিষয়টি আপোষ মিমাংশা করে দিবার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করে। পরবর্তীতে বিবাদিপক্ষ কে ঢেকে মিমাংসার জন্য বসি। কিন্তু সেখানে নাছিমা আপোষ হতে আপত্তি জানালে আমি নাছিমা গংদের চলে যেতে বলি । এ শালিসে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে শুনলাম নাছিমা আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাই উক্ত সংবাদটি সম্পুর্ন কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিত ভাবে মনগড়া ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে, বাস্তবতার সাথে সংবাদটির কোন মিল নেই। আমি এহেন মিথ্যা বানোয়াট ও মনগড়া সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!