ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
বৃহস্পতিবার( ৪ মে)সন্ধ্যায় উপজেলার দেওখোলা ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ফারজানা শারমীন বিউটি, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি, আওয়ামী লীগ নেতা এড: মোঃ মফিজ উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু , এান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মুনির আহমেদ চঞ্চল,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি,ছাত্রলীগ নেতা নিয়ামুল হাসান চৌধুরী, তাতীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মাষ্টার প্রমুখ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মেম্বার।