Header Image

বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর দাত ভাঙ্গা জবাব দিতে হবে- এডঃ সেলিম

 

সাইফুল ইসলাম তরফদার:

আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার কালাদহ ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের উদ্যোগে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে)বিকালে কালাদহ ইউনিয়নের শুশুতি বাজারের আওয়ামী লীগের কার্যকরী কমিটির এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মেম্বার ও সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন, মুমিনুল হক হযরত, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈমান আলী মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, আয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় এডঃ ইমদাদুল হক সেলিম বলেন, আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুসারে ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হচ্ছে।

২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলকে আরো গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা হচ্ছে।বিএনপি জামাতের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর দাত ভাঙ্গা জবাব দিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!