ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় বাড়িসহ জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মল্লিকবাড়ি এলাকায়।
এ ঘটনায় বাড়ির মালিক বিনয় রায় বাদী হয়ে সুরুয়েল মারাক গংদের বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় বিনয় রায় বলেন,সুরুয়েল মারাকের খালা শাশুড়ি মিসেস সইমুনি মারাকের কাছ থেকে ১৯৯৬সনে ৫৪ শতাংশ জমি কিনে আমার স্ত্রী রমলা সাংমা।
জমিটি মল্লিকবাড়ি মৌজার সাবেক ২৩৪ হাল ৩১৩৪ নং দাগে। আমি ওই জমিতে ঘরবাড়ি নির্মান করে তখন থেকে অধ্যাবদী ভোগ দখলে আছি।বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সুরুয়েল মারাক দেশীয় অস্ত্র সহ ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল নিয়ে আমার বাড়ির সামনে থাকা ৫০,০০০ টাকা মুল্যের ৫টি আকাশ মনি ও মেহগনি গাছ কেটে নিয়ে যায় এবং আমার বাড়ি দখলের চেষ্টা করে।
আমি এই ঘটনার সঠিক বিচার দাবী করছি। অপরদিকে অভিযুক্ত সুরুয়েল মারাক গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ওই জমি আমাদের নামে বিআরএস রেকর্ড হয়েছে তাই এই জমি ও গাছপালা আমাদের।