Header Image

ময়মনসিংহে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

 

আনোয়ার হোসেনঃ

একদিকে প্রখর তাপ, অন্যদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস– এমন পরিস্থিতিতে শ্রমিক সংকটে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি, গাজী মেজবাউল হোসাইন সাচ্চু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আফজালুর রহমান বাবু আহবানে বৃহস্পতিবার ময়মনসিংহ সদর উপজেলার শ্রমিক সংকটে পড়া বর্গাচাষী আব্দুল মোতালেব মিয়ার ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল,
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
প্রকৌশলী রাজিবুর রহমান বিপ্লব, শাহিনুর রহমান সাগর সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও জেলা , সদর উপজেলা সহ , চর নীলক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি – সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একান্ত সাক্ষাৎকারে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি উত্তম চক্রবর্তী রকেট বলেন, আমরা স্বেচ্ছাসেবক লীগ, সকল দুর্যোগে সংকটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করার লক্ষ্যে অসহায় মানুষের পাশে সবসময় থাকতে বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!