Header Image

ময়মনসিংহে স্কুলে চুরির ঘটনায় গ্রেফতার ১ ও মালামাল উদ্ধার

 

মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)

গত ০৩ মে ২০২৩ ইং বিকাল অনুমান ০৫.১০ ঘটিকার সময় এসএসসি পরীক্ষা শেষে কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন স্কুলের দরজার তালা লাগাইয়া যার যার মত বাসায় চলিয়া যায়।

পরবর্তীতে ইং ০৪ মে ২০২৩ ইং সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় স্কুলের পিয়ন রিয়াজ উদ্দিন স্কুলের রুম পরিস্কার করার সময় দেখে স্কুলের ৪র্থ তলা বিল্ডিং এর ২য় তলায় আইসিটি লার্নিং সেন্টারের ২১১ নং কক্ষের দরজার তালা কাটা।

তখন উক্ত স্কুলের প্রধান শিক্ষককে সংবাদ প্রদান করিলে তিনি সহ অন্যান্য শিক্ষকগন দ্রুত ২১১ নং কক্ষে যাইয়া দেখেন যে, রুমে সব কিছু এলোমেলো অবস্থায় পড়িয়া রহিয়াছে এবং রুমে থাকা ২১টি সরকারী hp ল্যাপটপ এর মধ্যে হইতে ০৭টি ল্যাপটপ, মূল্য অনুমান ৫,৬০,০০০/-(পাঁচ লক্ষ ষাট হাজার) টাকা এবং ০১টি সিপিইউ, মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা নাই।

উক্ত ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ-০৫/০৫/২০২৩ ইং, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড রুজু হয়।

পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রুবেল মিয়া, তাহার সংগীয় এসআই (নিঃ) মোঃ আলী আকবর ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী ইয়াসিন আহম্মেদ দিহান (২০), পিতা-হাবিব মিয়া ওরফে হবি মিয়া, সাং-কালিবাড়ী গোলকপুর লজ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর হেফাজহ হইতে চোরাই যাওয়ার মালামালের মধ্যে ০৬ টি hp ল্যাপটপ এবং ০১টি সিপিইউ উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!