Header Image

কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃ

সাম্য প্রেম ও দ্রোহের কবি, বিদ্রোহী কবি, স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ই মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী হাসান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ,জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল-মামুন উজ্জ্বল, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!