
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ঈদ আনন্দ উপলক্ষে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন চত্বরে ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন হয়েছে।
গত সোমবার ১৫ মে রাত ৮ টায় মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক এর পরিবর্তে অতিরিক্তি জেলা প্রশাসক মাহফুজুল আলম। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব এহতেশামুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থতি ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আনোয়ারা খাতুন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ শাহ কামাল আকন্দ সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের র্কমর্কতা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রাতে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের নামকরা কণ্ঠশিল্পী লায়লা গান গেয়ে মেলায় আগতদের আনন্দ ও উৎসাহ এবং বিনোদন দেন।
