মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় এস আই (নিঃ) মোঃ আলাউদ্দিন,কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন সময়ে সহ গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে ২০২৩ ইং বিকেলে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরঝাউগড়া সাকিনস্থ চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শম্ভুগঞ্জ বাজার যাওয়ার পাকা রাস্তার উপর হইতে ০১জন মাদক ব্যবসায়ী ১। শামসুল আলম (৩৩), পিতা-হোসেন আলম, সাং-বালুখালি রুহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে। সে দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে। তাহার নিকট হতে ১৪০০ (চৌদ্দশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জনৈক মোঃ হুমায়ুন রশিদ আকন্দ (৪২), পিতামৃত-হাবিবুর রহমান আকন্দ, সাং-মুদারপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর অভিযোগের ভিত্তিতে এসআই (নি) আসাদুজ্জামান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৭ মে ২০২৩ ইং তারিখ রাত অনুমান পনে তিনটায় কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা গনসার মোড় সাকিনস্থ জনৈক আবুল হোসেন খোকা, পিতা-হুছু মোড়ল এর বসত বাড়ীর ভিতর হইতে চোরাইকৃত ০২ টি অটোবাইক ও একটি ফিরোজা কালারের ৩৬ ইঞ্চি ভোল কাটার উদ্ধার করা হয়।