আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া বাজারে বর্তমান সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিরুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ১৮ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিরুনীয়া ইউনিয়নে এ সংক্রান্ত আলোচনা সভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।
বিরুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ১১ ভালুকা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, বিরুনীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল হক মাস্টার, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখ, মল্লিকবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদ আকন্দ, আঞ্চলিক শ্রমিকলীগ বিরুনীয়া ইউনিয়ন শাখার সভাপতি খালেকুজ্জামান, জাতীয় শ্রমিকলীগ বিরুনীয়া ইউনিয়ন শাখার সভাপতি শারফিন মোল্লা, বিরুনীয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি আলামিন নুর, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হয়রত মাওলানা আসাদুজ্জামান ছিদ্দিকী।