জাহাঈীর আলম.
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের থাপ্পরে নিহত সোহেল হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম মনিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোবরার উপজেলার সরিষা ইউনিয়নের কৃষি বাজারে গুইলাকান্দা গ্রামের আবু ছায়েদের পুত্র সোহেল মিয়া(১৭) অটোবাইক চালানোর সময় সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন(২৪)এর গায়ে ঘষা লাগায় ক্ষিপ্ত হয়ে চড় থাপ্পর মারায় ঘটনাস্থলে সোহেল জ্ঞান হারায়।
পরে স্থানীয় লোকজন তাকে আশংখ্যা জনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে রোববার ৪জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ধৃত আসামিকে পুলিশ সোমবার আদালতে প্রেরণ করে।
এছাড়াও ১০পিচ ইয়াবাসহ উপজেলার উচাখিলা বাজারের সন্তোষ ঋষির ছেলে নয়ন ঋষি (৩০) কে ও শ্রম আদালত আইনে উপজেলার হাসপাতাল রোডস্থ মর্ডান ডায়াগনিস্টিক সেন্টারের মালিক লিয়াকত আলী শাহজাদাকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃত সকল আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।