Header Image

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

জাহাঈীর আলম.

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ।

(২২ মে) সোমবার বিকাল ৫ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভ‚ইয়া সুমনের নেতৃত্বে মিছিলটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের বাসভবন থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ চত্ত¡রে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, যুবনেতা রফিকুল ইসলাম রুবেল, আতাউল করিম উজ্জল, কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান স্বপন, খান রাজিব, মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেক ভূঁইয়া, সহ-সভাপতি অর্ণব হোম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!