জাহাঈীর আলম.
ময়মনসিংহ সদর ৪ আসন থেকে মোহিত উর রহমান শান্ত কে সদরবাসী এমপি দেখতে চাই । বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান সাবেক সফল ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী তার সুযোগ্য সন্তান ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত দুই দুইবার মহানগরের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময় ময়মনসিংহ লড়াই সংগ্রাম করেছেন বারবার জেলে গিয়েছেন । ময়মনসিংহ সদর সিরতা ইউনিয়নবাসী জন্য হাসপাতালে নির্মাণ করেন ।
শুভ হাসপাতাল সিরতা ইউনিয়ন ও অষ্টধার ইউনিয়ন, কুষ্টিয়া ইউনিয়ন, পরাণগঞ্জ ইউনিয়ন,বোররচর ইউনিয়ন, ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নবাসী হাসপাতালে সেবা নিচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ সদর ৪ আসন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান এমপি ছিলেন এরপর থেকে আওয়ামী লীগের কোন নেতৃত্ব আসিনি। বাংলাদেশ জাতীয় পার্টি রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা ময়মনসিংহ সদর ৪ আসনটি নে। বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ সদরবাসী ও নেতা কর্মী জনসাধারণ মুখোমুখি একটি নাম শোনা যাচ্ছে মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহ মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক। তিনি সদর সিরতা ইউনিয়ন ও চর অঞ্চল মানুষ জন্য ডাঃ শুভ মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
একদিনে ৬ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসা। ময়মনসিংহ চরাঞ্চলের সিরতা ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার নির্মিয়মান ডাঃ শুভ মেমোরিয়াল হাসপাতালে প্রতিষ্ঠিত করেন। এ হাসপাতাল চিকিৎসা সেবা দিচ্ছেন
ডায়বেটিস, অর্থপেডিক্স, মেডিসিন, নাক কান গলাসহ সকল রোগের বিশেষজ্ঞ চিকিৎকের ডাক্তারের পরামর্শিত ঔষধ দেয়া হয় বিনামূল্যে প্রদান করা হয়। চরাঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত সেবাকে এগিয়ে নিতে ফ্রি ক্যাম্পেইনকে সাদরে স্বাগত জানিয়েছে চরাঞ্চলবাসী।