Header Image

গফরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারী আটক

জাহাঙ্গীর আলম.

ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় আটকের পর ওই দুই মাদক কারবারীর দেহ তল্লাশি করে ২০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন, পাগলা থানার কান্দি গ্রামের মৃত নেওয়াজ আলীর ছেলে মো. মোবারক হোসেন (৪০) ও গফরগাঁও থানার পোড়াবাড়ীয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ফরহাদ (৩৮)।

এ ছাড়া পৃথক অভিযানে পুলিশ আইনের ৩৪ ধারায় মো. আব্দুর রহমান (৪৩) ও নাসির উদ্দিন দিপু (৩৭) নামে অপর দুই আসামিকে গ্রেপ্তার করে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, মাদক উদ্ধার অভিযানে ২০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী ও ৩৪ ধারায় দুইজনসহ মোট চারজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!