ষ্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে” এই প্রতিপাদ্যে অপরাধ নিয়ন্ত্রণে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার শিকারীকান্দা এলাকায় আত্মহত্যা প্রবণতা হ্রাস, বাল্যবিয়ে বন্ধ,
সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন,বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে বুধবার (২৪ মে -২০২৩) নগরীর শিকারীকান্দা আমলীতলা উচ্চ বিদ্যালয়ে পুলিশের স্কুল পর্যায়ে
উক্ত বিট পুলিশং ও জনসচেতনতা মোলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন পুলিশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এবং কাজ করে যাচ্ছে। কোতোয়ালি মডেল থানা এলাকায় কোন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী নির্যাতনকারীর স্থান হবে না। শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগীতা থাকলে এসব অপরাধ সমাজ থেকে নির্মুল করা সম্ভব।
এসময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তাদের কোমলমতি সন্তানদের প্রতি আরও যত্নবান, সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহবান জানান। তিনি আরো জানান,কোতোয়ালী মডেল থানা পুলিশ সবসময় যেকোনো প্রয়োজনে কোতোয়ালীবাসীর সাথে আছে এবং থাকবে।
অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এ সময় শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিশুদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি আত্মহত্যা একটি পাপ তা উল্লেখ করে ক্লাসের ফাকে ফাকে প্রতিটি শ্রেনীতে বক্তব্য রাখতে আহবান জানান। তিনি কেমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পিতামাতা, আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব, সহপাঠী বা অন্য কারো কথায় কিংবা আচরণে মন খারাপ এবং কষ্ট হতে পারে। কিন্তু এই কষ্ট থেকে আত্মহত্যার মত গুরুতর পাপকাজের সিদ্ধান্ত নেওয়া যাবেনা। তিনি ইসলাম ধর্মের উদ্বৃতি টেনে আরো বলেন, আত্মহত্যা মহাপাপ।
এ পাপ কাজ যিনি করেন, তাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। তাই আত্মহত্যার মত গুরুতর অপরাধ ও পাপ থেকে সকলকে বিরত থাকতে হবে। উক্ত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবি মানুষেরা উপস্থিত ছিলেন।