Header Image

মঞ্জুরুল হক তালুকদারের মৃত্যুতে ডা: মোনাসিরের শোক প্রকাশ

 

বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব তফির উদ্দিন তালুকদারের বড় ছেলে, ভালুকা উপজেলা ছাত্রলীগ ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ভালুকা উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য, মঞ্জুরুল হক তালুকদার ২৭ মে শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে উত্তরা মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২বছর। মরহুমের একমাত্র মেয়ে ডা: লিটু, স্ত্রী, ভাই বোন, রাজনৈতিক সহকর্মী সহ অনেক গুনগ্রাহী ও আতত্নীয় স্বজন রেখে গেছেন।

মঞ্জুরুল হক তালুকদারের মৃত্যুতে ভালুকা থেকে নির্বাচিত চার চারবারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মরহুম অধ্যাপক ডা: এম আমান উল্লাহ’র ছেলে ডা: মোনাসির সাকিফ আমান উল্লাহ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ডা: মোনাসির সাকিফ আমান উল্লাহ এক শোক বার্তায় বলেন, গত ২০ বছর রাজনীতির মাঠে মঞ্জু ভাই সব সময় আমার একজন অভিভাবক বড় ভাই এর মত ছিলেন, তার অভাব আমি সত্যি খুব অনুভব করব । আমি তার পরিবারের সবার জন্য এবং মঞ্জু ভাই এর রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করি।

আল্লাহপাক ওনাকে জান্নাতবাসী করুণ ও ওনার পরিবারকে এই শোক সইবার তওফিক দান করুন। ডা: মোনাসির সাকিফ আমান উল্লাহ বলেন, মঞ্জুরুল হক তালুকদার আওয়ামী লীগের দুঃসময়ের একজন ত্যাগী কর্মী। তার মৃত্যুতে আওয়ামী লীগ হারালো একজন ত্যাগী কর্মী।

৭৫ পরবর্তী সময়ে ঘরোয়া রাজনীতি শুরু হলে যে ক’জন ছাত্রলীগের কর্মী ছাত্রলীগকে পুনর্গঠন করার জন্য সকল প্রকার ভয়-ভীতি শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে আওয়ামীলীগের আদর্শকে ধারণ করেছিল ভালুকায় তাদের মধ্যে মঞ্জুরুল হক তালুকদার অন্যতম।

মঞ্জুরুল হক তালুকদার একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উত্তরাধিকার সূত্রেই বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করেছিলেন। আমৃত্যু তিনি আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ হারালো একজন আদর্শিক কর্মীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!