
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা সভাপতি নাজমুল হক মন্ডলের নেতৃত্বে শনিবার ২৭ মে দুপুরে নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে।
মিছিলটি ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিববাড়ী দলীয় কার্য্যলয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয় ।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তানজীর আহমেদ রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, যুগ্মসাধারন সম্পাদক হুমায়ুন কবীর হিমেল,কোতোয়ালী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইঞ্চিনিয়ার রাজিবুল হাসান বিপ্লব। এছাড়াও উপস্হিত ছিলেন কোতোয়ালী স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক সোহানুর রহমান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ,বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সহ আরোও অনেকেই।
নেতৃবৃন্দরা বলেন আগামীকাল বিএনপি ময়মনসিংহে সমাবেশ করবে, আমরা আগামীকাল সকলেই দলীয় কার্য্যলয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে থাকবো। যদি বিএনপি কোন নাশকতামূলক কর্মকান্ড করে তবে তারা দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুশিয়ারী করে দেন। এবং গ্রেফতারকৃত আবু সাঈদ চাঁদ কে রিমান্ডে এনে মুলহোতাকে গ্রেফতার করে শাস্তির দাবী জানান এবং
আগামী দিনে কঠিন আন্দোলনে সকলকে প্রস্তুুত থাকার আহবান জানান।