Header Image

ভালুকায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পলাতক শ্রমিক লীগের সাবেক সভাপতি

 

বিশেষ প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়ন শ্রমিকলীগ সাবেক বহিস্কৃত সভাপতি হাসিম সরকারের বিরুদ্ধে যৌতুতের দাবীতে (৮ মাসের অন্তঃসত্ত্বা) স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ফরিদা পারভিনের দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস পূর্বে ভরাডোবা গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে ভরাডোবা ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি হাসিম সরকারের সাথে বিয়ে হয় হালুয়াঘাট থানার জয়রামকুড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ফরিদা পারভিনের।

বিয়ের পর থেকে তারা দুজন ভালুকা কোর্ট ভবন এলাকায় নয়ন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। বিয়ের কিছু দিন পর থেকে হাসিম সরকার ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে চাপ দিতে থাকে। কিন্তু ফরিদা পারভিনের পিতা মাতা গরিব হওয়ায় এই টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। আর তখন থেকেই তার উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাতে থাকে অভিযোক্ত হাসিম সরকার। পরে গত ৯ মে ভুত্তভোগী ওই নারী অন্তঃসত্ত্বা অবস্থায় হাসিম সরকারের বাড়িতে গেলে হাসিম সরকার আবারও তাকে যৌতুকের ৫ লাখ টাকার জন্য চাপ দেয়।

ভুক্তভোগী নারী টাকা দিতে অস্বীকার করলে হাসিম সরকার তাকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফরিদা পারভীন আরোও জানান হাশিম সরকারের ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মেম্বার আমাকে বলে আমি ফয়সালা করে দিব, কিন্তু তাহা না করে পুনরায় আমাকে এলাকা ছেড়ে যেতে বলে।

এ ঘটনায় ফরিদা পারভিন ভালুকা মডেল থানায় মামলা নং- ৫১, তারিখ- ২৩/৫/২০২৩ ইং দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!