ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় ৯ নং ওয়ার্ড অপূর্ব রাইস মিলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ মে)বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এডঃ মোসলেম উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক ফারজানা শারমিন বিউটি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস,কাউন্সিল শাকির আহমদ খান,ছাত্রলীগের নেতা আফিফ হাসান খান প্রমুখ।উঠান বৈঠক পরিচালনা করেন মোঃ মজিবুর রহমান।
এডঃ মোসলেম উদ্দিন এমপি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের নিয়ে উঠান বৈঠক।উঠান বৈঠকে ব্যাপক সাড়া পড়েছে।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের দূর গুঁড়ায় পৌছে দিয়েছে। স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক দিয়েছে সরকার।উন্নয়নের রুল মডেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।প্রায় পাঁচ শতাধিক মহিলাদের নিয়ে উঠান বৈঠক।