আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ । ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। প্রতি বছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি।
শোকাবহ এই দিনটি স্মরণে ময়মনসিংহের ভালুকায় উপজেলা যুবদলের উদ্যোগে র্যালী দোয়া মাহফিল, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ মে উপজেলা বি এন পির অফিসে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বি এনপির যুগ্ন আহবায়ক ( দঃ)ও ভালুকা উপজেলা বি এন পির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা যুবদল নেতা মতিউর রহমান মিল্টন, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, পৌর যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম জহির, মাসুদ উপজেলা যুবদল নেতা জহির রায়হান সহ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।