Header Image

তারাকান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র‍্যালি ও আলোচনা সভা

 

ষ্টাফ রিপোর্টারঃ

‘তামাক নয়, খাদ্য ফলান’- এ প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের তারাকান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এর সভাপতিত্বে, আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব প্রমূখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এ সময় বক্তারা তামাক ও তামাকজাত পন্যের ব্যাবহার ও এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। এক সুস্থ জাতি গঠনে, সকলকে তামাক বর্জনের আহব্বান জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত-
গ্রামের কৃষক পর্যায়ে তামাকের কুফল এবং মাদকের ভয়ানক পরিণতি নিয়ে যুবদের সাথে আরো সচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়ে বলেন-আসুন আমরা মাদকমুক্ত সমাজ বিনির্মাণের মাধ্যমে তারাকান্দাকে মাদকমুক্ত উপজেলা উপহার দিতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!