আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে রাতের আধারে দোকান ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নয়নপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শামিম মিয়া নয়নপুর মধ্যবাজার এলাকায় রাস্তার পাশে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে একটি ঘর নির্মান করে দোকান করে আসছিলো।
ঘটনার দিন ১ জুন দিবাগত রাত দেড় টার সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার উজ্জল মিয়া, নাজিম উদ্দিন, সবুজ, আঃ হামিদ গংরা ভারাটিয়া ৩০/৩৫ জন সন্ত্রাসী নিয়ে গভির রাতে শামিম মিয়ার দোকানে হামলা চালায় এবং দোকান ঘরটি ভেঙ্গে চোরমার করে দেয়। শামিম মিয়া ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শামিম মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে অভিযোগের প্রেক্ষিতে ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন।