Header Image

ভালুকায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের পায়তারার অভিযোগ

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ভালুকায় আদালতে মামলা চলমান ও স্থিতাবস্থা থাকার পরও গাজিপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ মালিকানাধীন আমেনা নীট ফেব্রিক্স কর্তৃক সংখ্যালঘু পরিবারের বিরোধপূর্ণ জমি জবর দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সাতেঙ্গা মৌজার বর্তা গ্রামে।

অভিযোগে জানা যায়, উপজেলার বর্তা গ্রামের সংখ্যালঘু মলিন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে রতন চন্দ্র মন্ডলের সাতেঙ্গা মৌজার ৫৬৬ নম্বর দাগসহ চারটি দাগে পৌত্রিক সূত্রে পাওয়া দুই একর ৬৪ শতাংশ জমির উপর বসতবাড়ি নির্মাণপূর্বক দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। প্রতিপক্ষ টুকি রানী, শুক্কর আলী, স্বপন মিয়া, বিল্লাল হোসেন ও আব্দুল রারেকের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে এবং এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। এমনকি ওই জমিতে আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে।

আদালতের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে প্রতিপক্ষরা রতনের জমিতে মাটি ফেলে ও কাটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায় আমেনা নীট ফেব্রিক্স কর্তৃপক্ষ। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজে বাঁধা প্রদান করে।

রতন চন্দ্র মন্ডল জানান, গাজিপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ মালিকানাধীন আমেনা নীট ফেব্রিক্স কর্তৃক স্থনীয় দালালদের সহযোগিতায় কিছুদিন আগে তার জমি থেকে ২৫/৩০ টি বিভিন্ন প্রজাতীয় গাছ কেটে নিয়ে যায়। এখন তার পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান ও নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিপক্ষরা তার তোয়াক্কা না করে জমি দখলের চেষ্টাসহ বিভিন্ন ধরেণর হুমকী দিয়ে আসছে। এখন তিনি ওদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন।

এ ঘটনায় রতন চন্দ্র মন্ডল বাদি হয়ে উল্লেখিত ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ভূক্তভোগীকে আইনগত সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!