Header Image

হিন্দুধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দুধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক উত্তম চক্রবর্তী রকেটকে নির্মোহ কৃতিমুখের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখা।

গত ২ জুন শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর শীববাড়ী মন্দির প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান সনাতন ধর্মলম্বীর নেতা-কর্মী ও অসংখ্য ভক্তরা। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে শিববাড়ী মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. তপন দে এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক অমিত মিশ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. বিকাশ রায়। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মন্দিরের অধ‍্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল,বিশিষ্ট সমাজসেবক ও ছড়াকার আলী ইউসুফ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন, ইসকনের অধ‍্যক্ষ শ্রী অকিঞ্চন গৌর দাস, শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের অধ‍্যক্ষ শ্রীমৎ দেবব্রতবন্ধু ব্রহ্মচারী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, শিববাড়ি মন্দিরের সভাপতি শ্রী স্বপন সেনগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য শ্রী বিধান আইচ অনু, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্রী মানিক দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী পবিত্র রঞ্জন রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব সরকারসহ সনাতন ধর্মালম্বীর অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ময়মনসিংহ পূর্জা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ,সদস্যবৃন্দ,বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ। আলোচনা শেষে এক মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!