মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃ
ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জুয়েল আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রাণীগঞ্জ পাঠাগারের প্রধান উপদেষ্টা শাহ আহসান হাবীব বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ফজলে রাব্বী, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক ডা. গৌরাঙ্গ কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমূখ।
এসময় দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি রোবায়েত হুসাইন রুসাত এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাণীগঞ্জ পাঠাগারের সভাপতি রোকসানা আক্তার অর্পা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত "রাণীগঞ্জ পাঠাগার" পরিদর্শন করেন অতিথিরা।