Header Image

ভালুকায় ৪ ডাকাত আটক

 

আনোয়ার হোসেন,ভালুকা (ময়মনসিংহ) :

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

সোমবার ( ০৫-০৬-২০২৩) তারিখ রাতে উপজেলার হবিরবাড়ী লবন কোঠা এলাকায় পুষ্প কানন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভালুকা মডেল থানার এস.আই আব্দুল করিমের নেতৃত্বে এ.এস.আই রাকিবুল ইসলাম, এ.এস.আই আমিনুল ইসলাম, এ.এস.আই আলমগীর তাদের আটক করেন।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকাপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা নূর মোহাম্মদ ছেলে এরশাদুল (৩৫), উপজেলা মল্লিকবাড়ী এলাকার নাজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম আতিক (৩৩), জয়পুরহাট জেলার কালাই উপজেলার গংঙ্গাদাসপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে শাজাহান (৩২), জামালপুর সদর উপজেলার তুলশিপুর এলাকার মৃত্যু ছালামের ছেলে উজ্জ্বল মিয়া (৩৪)।

ভালুকা মডেল থানার অসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকাপ গাড়ী জব্দ করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!