মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃ
ময়মনসিংহ জেলার সর্বপ্রথম ত্রিশাল উপজেলায় এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
৬জুন (মঙ্গলবার) দুপুরে কৃষক ও খামারীদের দ্বারপ্রান্তে সহজে সেবা পৌছে দিতে ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডে নির্মিত নূরজাহান প্লাজায় এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারী কর্মকর্তা ডাঃ তানজিলা ফেরদৌসি।
এগ্রো সলিউস সেন্টারে মৎস্য ও প্রাণীদের সকল প্রকার রোগ নির্ণয় ও খামারীদের পরামর্শ প্রদান করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন এগ্রো সলিউশন সেন্টারের কনসালটেন্ট কৃষিবিদ মোঃ সালেকুল কাউসার শামিম, কৃষিবিদ এ কে এম শাহিনূর আলম, কৃষিবিদ মোঃ ওমর ফারুক টিটু, ডাঃ শওকত হাসান সরাফ, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা রুকুনুজ্জামান বাপ্পী, শাহিনুর রহমান, তুহিনুর আলম প্রমূখ। এছাড়াও ত্রিশাল, ভালুকা,ফুলবাড়িয়ার উল্লেখযোগ্য মৎস্য ও ডেইরি খামারিবৃন্দ।