স্টাফ রিপোর্টারঃ
১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে ১৩ টি ইউনিয়ন ও ১ পৌরসভায় সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বার মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। সবখানেই আছে এ বলিষ্ঠ নেতার ছোঁয়া।
তিনি ফুলড়বাড়ীয়া ডিগ্রী কলেজকে সরকারি করণসহ এলাকাকে সন্ত্রাস,মাদক, চাঁদাবাজ, জঙ্গী ও দূর্নীতি মুক্তের অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। ফুলবাড়ীয়ার রাজনীতিতে বিশেষ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দলীয় সকল কর্মকান্ডসহ জেলা এবং জাতীয় পর্যায়ের যেকোনো অনুষ্ঠান সার্থক করতে বাবুল নেতাকর্মীসহ জোড়ালো ভূমিকা রেখে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাপার সমর্থিত দলীয় একক প্রার্থী হিসেবে সাধারণ জনগণের চুলছেড়া হিসেবনিকেশে মাহফিজুর রহমান বাবুলের নাম স্পষ্ট হয়ে গিয়েছে। উপজেলার সহায় হতদরিদ্র মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, গির্জা ও মন্দিরেও অর্থ দান করেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ, খেলাধুলা, আচার অনুষ্ঠানসহ আর্থিক সহায়তার মাধ্যমে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে মাহফিজুর রহমান বাবুল বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা চেতনার সৈনিক হিসেবে এই লাল সবুজের পতাকার দেশটাকে অনেক অনেক ভালোবাসি, আমি মনে করি আমাদের মত যাদের সুযোগ আছে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার তাদের এগিয়ে আসা উচিত। দেশকে সামনের দিকে এগিয়ে
নিতে সকলের সহযোগিতা করা উচিত, এটা আমাদের কর্তব্য ও নৈতিক দায়িত্ব, আমি আমার কর্তব্যবোধ থেকেই সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এবং যতদিন বাঁচবো ততদিন করে যাব, ইনশাআলাহ। তিনি আরও বলেন বিনিময়ে আমি কি পেলাম বা কি পেলাম না এটা বড় কথা নয়, আমি অসহায় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব।
আপনাদের সকলের সহযোগিতায় ফুলবাড়ীয়ায় সাধারণ মানুষকে কিছুটা হলেও ভালো রাখব আর আমি বিশ্বাস করি ফুলবাড়ীয়ার সর্বস্তরের মানুষ আমার পাশে আছে, যদি জাপার চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল আমাকে দেন ইনশাআলাহ এই ফুলবাড়ীয়া আসন থেকে বিপুল ভোটে লাঙ্গলকে বিজয়ী করে আমার শ্রদ্ধাভাজন নেতা জিএম কাদেরের হাতে তোলে দিব ইনশাআলাহ। এছাড়া পনাবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা করেন বাবুল।